Be a Trainer! Share your knowledge.
HomeIslamic Storiesজেনে নিন,,,মানুষ এর “মৃত্যুর” পর তাঁর আত্না কি দেখা যায়?বা তার আত্না কি বাহিরে কোথাও ঘুরে বেড়ায়!!!
Facebook Twitter Google Email

জেনে নিন,,,মানুষ এর “মৃত্যুর” পর তাঁর আত্না কি দেখা যায়?বা তার আত্না কি বাহিরে কোথাও ঘুরে বেড়ায়!!!

আত্মহত্যা করলে বা
মরলে তার
আত্মা কি সত্যি দেখা যায়?
এক জায়গায় যাচ্ছিলাম,
পথে একটা বিশাল বট গাছ
চোখে পড়ল। রিক্সা যে
চালাচ্ছিল সে বলল,
“স্যার” রাতের বেলা এই
গাছের নিচ দিয়ে কেউ যায়
না।
জিজ্ঞাসা করলাম, কি জন্য?
কয়েক বছর আগে এক ছেলে এই
গাছে গলায় দড়ি দিয়ে
মারা যায়। এরপর থেকে
মাঝে মাঝেই নাকি এই
গাছের আশেপাশে রাতের
বেলা সে ছেলেকে দেখা
যায়।
এরকম আত্মা দেখার
কাহিনী প্রায় শোনা যায়।
আসলেই কি মৃত মানুষের
আত্মাকে দেখি আমরা, না
অন্য কিছু???
এর উত্তর জানতে হলে আগে
জানতে হবে মানুষ মারা
যাওয়ার পর আসলে কি হয়।
মানুষ যখন মারা যায়, তার
শরীর থেকে রুহ বা আত্মাকে
আল্লাহর নির্দেশে মালাকুল
মউত বা আজরাইল বের করে
নিয়ে যায়।
মৃত্যুর পর ইমানদারদের রুহকে
ইল্লিন ও পাপীদের রুহকে
সিজ্জিন নামক জায়গায়
নিয়ে আমলনামা সংরক্ষণ
করা হয়। এরপর রুহকে কবরে
ফিরে দেওয়া হয় সওয়াল
জবাবের জন্য। সেটা ভিন্ন
প্রসঙ্গ হওয়ায়, সেদিকে
বিস্তারিততে যাচ্ছি না।
পরবর্তীতে লেখা যাবে।
মৃত্যুর পর এভাবেই দুনিয়ার
জীবনের সমাপ্তি ঘটে, আর
পরকালের জীবনের শুরু হয়।
মৃত্যুর পর থেকে কিয়ামত ও
হাশরের বিচারের আগ
পর্যন্ত সময়টাকে বলা হয়
বারযাখ।
মৃত্যুর পর থেকে আত্মার
অবস্থান এই বারযাখেই হয়।
এখান থেকে আর ফিরে
আসার সুযোগ নেই।
তাই কোনো ব্যক্তি মারা
গেলে দুনিয়ার সঙ্গে তার
সম্পর্ক চিরস্থায়ীভাবে
শেষ হয়ে যায়। তার আত্মা
আর কখনোই পৃথিবীতে ফিরে
আসতে পারে না।
★আল্লাহ বলেন, “যখন তাদের
কারও কাছে মৃত্যু আসে, তখন
সে বলে ‘হে আমার
পালণকর্তা! আমাকে পুনরায়
{দুনিয়াতে}প্রেরণ করুন।
যাতে আমি সৎকর্ম করতে
পারি, যা আমি করিনি’।
কখনই নয়, এ তো তার একটি
কথার কথা মাত্র। তাদের
সামনে থাকবে বারযাখ
পুনরুত্থান দিবস পর্যন্ত”।
[সূরা মুমিনুন: ৯৯-১০০]
আত্মা যদি মৃত্যুর পর
পৃথিবীতে ফিরে না-ই
আসতে পারে, তাহলে
অনেকে মৃত মানুষকে যে
দেখে বলে দাবী করেন,
তারা আসলে কাকে দেখেন?
হ্যাঁ, সত্যি সত্যি অনেকে
মৃত্যুর পরেও তাকে দেখেন।
তবে তারা মৃত ব্যক্তিকে
দেখেন না, দেখেন তার
রুপকে। আর সে রুপ নেয় জীন।
প্রশ্ন আসতে পারে, জীন
কেনই বা মৃত ব্যক্তির রুপ
নিবে?
প্রত্যেক মানুষের সাথে দুজন
ফেরেশতা দিনে ও দুজন
ফেরেশতা রাতে থাকে
{তাফসীরে ইবনে কাসীর}।
ফেরেশতা ছাড়াও একজন
জীন থাকে, এই জীনকে
ক্বারিন জ্বিন বলা হয়।
প্রসঙ্গত বলা উচিত, শয়তান
জীনদেরই একজন। তবে সব
জীন শয়তান না।
আল্লাহ বলেন “আর যখন আমি
ফেরেশতাদের বলেছিলাম,
তোমরা আদমকে সিজদা কর।
অতঃপর তারা সিজদা করল,
ইবলীস ছাড়া । সে ছিল
জিনদের একজন। [সুরা কাহফ:
৫০]
এই ক্বারিন জীন হল একটা
শয়তান জীন, যার কাজই হল
সবসময় মানুষের সাথে থেকে
তাকে কুমন্ত্রণা দেওয়া।
একজন মানুষের সাথে সবসময়
সাথে থাকায়, এই ক্বারিন
জীন সে মানুষটির নাড়ি
নক্ষত্র, সকল কাজ কর্ম
সম্পর্কেই অবগত থাকে।
কোন গণক বা ফকিরের
কাছে গেলেন। আপনাকে
দেখেই তিনি বললেন,
“তুই গত সপ্তাহে এই কাজ
করেছিস।”
আপনি অবাক হয়ে গেলেন,
সত্যি তাই তো,
আমি এই কাজই করেছিলাম।
কিন্তু, আসলে ফকির বা
গণকের এসব জানার ক্ষমতা
নেই। তারা সেই মানুষটার
ক্বারিন জীনের সাথে
যোগাযোগ করে এর মাধ্যমে
জেনে বলে দেয়।
তবে, গায়েবি বা অদৃশ্য
খবরগুলো জানার ক্ষমতা
একমাত্র আল্লাহ ছাড়া
মানুষ-জীন কারোরই নেই।
সুলাইমান (আ) এর মৃত্যুর
অনেকদিন পরেও জীনরা
গায়েবিভাবে বুঝতে
পারেনি তিনি মারা
গেছেন কি না, যতক্ষণ না
উইপোকার কারণে লাঠি
ভেঙ্গে তিনি পরে যান।
জীনদের কিছু বিশেষ
ক্ষমতা ও বৈশিষ্ট্যে আছে।
এর একটি হল তারা মানুষের
রুপসহ যেকোনো প্রাণীর রুপ
নিতে পারে
{শুধুমাত্র রাসুল (স) এর রুপ
নিতে পারে না}।
বদরের যুদ্ধে শয়তান সুরাকা
বিন মালিকের রুপ নিয়ে
এসেছিল। তাছাড়া অদৃশ্য
থেকেও জীনরা বিভিন্ন
কথা বলতে পারে বা শব্দ
করতে পারে।
তবে, জীনরা কখনোই তাদের
আসল রুপ {যেরুপে আল্লাহ
তাদের সৃষ্টি করেছেন}, সে
রুপে মানুষের সামনে আসতে
পারে না।
কেউ যখন আত্মহত্যা করে
বা মারা যায়, তার
ক্বারিন জীন সঙ্গীহারা
হয়ে যায়। তখন সে মাঝে
মাঝে সে ব্যক্তির রুপ নিয়ে
চলাফেরা করে। এমনকি
কখনো কখনো সে মৃত ব্যক্তির
রুপে কারো সামনে এসে
বিভিন্ন কথাও বলে।
প্রত্যেক মানুষেরই ক্বারিন
জীন সে মানুষ সম্পর্কে তার
সব কিছুই জানে। তাই, অনেক
সময় মৃত ব্যক্তির রুপ নিয়ে
এসে এমনভাবে কথা বলে বা
এমন তথ্য দেয়, তখন মনে হয়
সত্যিই মৃত ব্যক্তিটির
আত্মাই এসেছে।
শুধু ক্বারিন জীনই নয়, অনেক
সময় অন্য শয়তান জীনও মৃত
মানুষের রুপ নিয়ে আসে।
যেকোনো শয়তান জীনের
উদ্দেশ্যই হয় মানুষকে কষ্ট
দেওয়া, ভয় দেখানো,
মানুষকে বিভিন্নভাবে
বিভ্রান্ত করে বিশ্বাসকে
ভিন্নপথে নিয়ে যাওয়া।
কোরআন হাদিস অনুযায়ী
মৃত্যুর পর আত্মা কখনোই
পৃথিবীতে ফিরে আসতে
পারে না। এটা বিশ্বাস
করাই ঈমান। অথচ শয়তান
জীন মৃত ব্যক্তির রুপ ধরে এসে
মানুষের মধ্যে আত্মা ফিরে
আসার ভ্রান্ত বিশ্বাস ঢুকে
দেয়।
তবে, বাস্তবে জীনকে মানুষ
খুব খুব খুব কম দেখে।
বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ
ভুল দেখে বা কল্পনায় মৃত
মানুষকে দেখে, যাকে
হ্যালুসিনেশন বলে।
শয়তান সব সময় মানুষকে
ধোঁকা দেওয়ায় লিপ্ত
থাকে। শয়তান জীন সবসময়
দুর্বল মানুষদের উপর প্রভাব
বিস্তার করতে ও ভয়
দেখাতে পছন্দ করে। এই জন্য
আল্লাহর উপর বিশ্বাস
শক্তিশালী করতে হবে ও
সবসময় একমাত্র তাঁর কাছেই
সাহায্য চাইতে হবে।
★রাসুল (সা) বলেন, “সকাল
সন্ধ্যা সূরা ইখলাস এবং সূরা
ফালাক্ক ও সূরা নাস
তিনবার করে পড়। তাহলে
প্রতিটি {ক্ষতিকর} জিনিস
থেকে নিরাপত্তার জন্য
যথেষ্ট হবে”।
[আবু দাউদ]

1 year ago (July 5, 2019) 322 views
Report

About Author (19)

Author

1 responses to “জেনে নিন,,,মানুষ এর “মৃত্যুর” পর তাঁর আত্না কি দেখা যায়?বা তার আত্না কি বাহিরে কোথাও ঘুরে বেড়ায়!!!”

  1. Md Forhad (author)

    Nice Post.

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

সোমবারসন্ধ্যা ৭:৫৩২৯শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ২২শে জিলক্বদ, ১৪৪১ হিজরীবর্ষাকাল